সিরিয়া সংকট নিরসনে মধ্যস্থতা করতে চায় ইরান

অনলাইন sirea 20ডেস্ক ,জিনিউজঃ- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়া সংকট নিরসনে ভূমিকা রাখতে তাঁর দেশ প্রস্তুত৷ কিন্তু আসাদবিরোধীদের মধ্যেই শুরু হয়েছে দ্বন্দ্ব৷ সবচেয়ে বড় আসাদবিরোধী অংশ জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা সমর্থিত বিদ্রোহীদের সমালোচনায় মুখর৷  সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন (এসএনসি) এক বিবৃতিতে আল-কায়েদা সমর্থিত বিদ্রোহীদের কঠোর সমালোচনা করেছে৷ এর আগে আল-কায়েদা সমর্থিত বিদ্রোহীরা উত্তরাঞ্চলীয় শহর আজাজ দখল করে নেয়৷ শহরটি মূলত এনএসসি সমর্থিত বিদ্রোহীদের দখলে ছিল৷ বিবৃতিতে বলা হয়, আল-কায়েদার মদতে বিদ্রোহীদের একটা অংশ সিরিয়ায় ইসলামি শাসন কায়েম করতে চায়৷ ওই বিদ্রোহীরা ‘সিরিয়া বিপ্লবের মূল নীতির পরিপন্থি কাজ করছে’ বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে৷ আসাদ বিরোধীদের মধ্যে ব্যবধান তৈরি করে সংগ্রামকে কঠিন এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রকারান্তরে সহায়তা করছে জানিয়ে এসএনসি আরো বলেছে, ওই বিদ্রোহীদের প্রভাব দ্রুত বেড়ে চলেছে৷ সিরিয়ায় গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে এক লাখের মতো মানুষ৷ সম্প্রতি সেদেশে কথিত রাসায়নিক হামলায় কয়েকশত মানুষের প্রাণহানির ঘটনায় সক্রিয় হয়ে উঠেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ৷ সিরিয়ায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে তারা৷ প্রশ্ন হচ্ছে, সম্ভাব্য হামলা কি সেদেশে কোনো পরিবর্তন আনতে পারবে? এদিকে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে যুক্তরাষ্ট্র আপাতত সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত স্থগিত রাখলেও উত্তেজনা প্রশমিত হয়নি৷ গত সপ্তাহান্তে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী, সিরিয়া শিগগিরই রাসায়নিক অস্ত্র নিরোধের কাজ শুরু করবে৷ যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কাছে প্রেসিডেন্ট আসাদের গৃহীত পদক্ষেপ ইতিবাচক মনে না হলে আবার উত্তেজনা দেখা দিতে পারে৷ তবে আশার কথা হলো, সিরিয়া সংকট নিরসনে ইরানও ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে৷ শুক্রবার ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, ‘‘এ অঞ্চলের মানুষ যেন নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের৷ এই উদ্যোগের অংশ হিসেবে আমি জানিয়ে রাখতে চাই যে, আমাদের সরকার সিরিয়া সরকার এবং বিরোধীদের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত৷” গত আগস্টে ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রোহানি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের দীর্ঘ বৈরিতার অবসানের জন্যও সংলাপ শুরুর আগ্রহ দেখিয়ে আসছেন৷ আগামী মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি৷ ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক এবং সিরিয়া সংকটের বিষয়ও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে৷ এসিবি / এসবি (ডিপিএ, এপি,এএফপি)খবর DW DE এর তাঃ-২০-০৯-২০১৩

Exit mobile version