সিরিয়া হামলার বিরুদ্ধে -রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের হুঁশিয়ারি

130911190414_vladimir_putin_304x171_s_nocreditভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক ,জিনিউজঃ- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া সংকট নিয়ে মার্কিন জনগণের কাছে সরাসরি এক ব্যক্তিগত আহ্বান জানিয়েছেন তিনি প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস্‌ পত্রিকায় এক নিবন্ধ লিখেছেন যাতে তিনি বলছেন, সিরিয়ায় মার্কিন সামরিক অভিযান হলে নতুন করে সন্ত্রাসবাদ বাড়বে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরিয়ার সরকার গত ২১শে অগাস্ট বিষাক্ত গ্যাস হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে এই কারণে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর হামলা চালনোর হুমকি দিয়েছে তবে সিরিয়া সরকার এই অভিযোগ বরাবর অস্বীকার করেছে দামেস্ক সরকারের একটি ঘনিষ্ট মিত্রদেশ রাশিয়া প্রস্তাব দিয়েছে সিরিয়া যেন সব রাসায়নিক অস্ত্র তার কাছে জমা দেয়সিরিয়া আংশিকভাবে এই প্রস্তাবে সায় দিয়েছে মি. পুতিনের এই নিবন্ধটি এমন এক সময় প্রকাশিত হলো যখন রুশ প্রস্তাব নিয়ে ওয়াশিংটন এবং মস্কোর নেতারা জেনেভায় বৈঠক শুরু করছেন খবর বিবিসি বাংলার বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩

Exit mobile version