ইসরাইলি হামলার পর জাতিসংঘ স্কুলে আশ্রয় নেয়া গাজার নারী ও শিশু
আন্তর্জাতিক ডেস্কঃ- ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের একজন গর্ভবতী নারী ও তিন বছরের এক শিশু শহীদ হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি এ হামলায় তিনজন আহত হয়।
গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বিমান থেকে হামলা চালালে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরাইল সাধারণত এ ধরনের হামলার বিষয়ে দাবি করে থাকে যে, হামাসের রকেট হামলার পর তারা প্রতিশোধ নিয়েছে। তবে এবার বলেছে, হামাসের একটি অস্ত্র তৈরির স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সম্প্রতি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইসরাইল। এছাড়া, পশ্চিম তীরে প্রায় প্রতিদিন ইহুদিবাদীরা হত্যাকাণ্ড চালাচ্ছে।খবর:রেডিও তেহরান, এর মাঝে গাজায়ও কয়েক দফা হামলা চালিয়েছে। হামাস বলছে, ফিলিস্তিনিদের মুক্তির একমাত্র পথ সশস্ত্র প্রতিরোধ।