সুইস ব্যাংকে কারা টাকা পাচার করেছে,তাদের নাম প্রকাশের দাবি সুরঞ্জিতের

জি নিউজ অনলাইনঃ- আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন কয়েকজন দক্ষ রাজনৈতিক নেতা, অসাধু ব্যবসায়ী ও কিছু ফসিল আমলা  দিয়ে দেশ পরিচালানা করা সম্ভব নয়। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সুরঞ্জিত বলেন, দেশ পরিচালনার মূল শক্তি হচ্ছে দল। এজন্য দলকে সুসংগঠিত করতে  তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আমাদের তরুণ নেতা সজীব ওয়াজেদ জয় সংগঠনের দিকে মনোযোগ দিচ্ছেন। তরুণ প্রজন্ম তার এই উদ্যোগকে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপি’কে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে সুরঞ্জিত বলেন, আপনাদের দু:খ আমরা বুঝি। আপনারা রাজনীতিতে ভুল করেছেন। তার খেশারত দিতে হবে। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সংসদে বলেছেন দেশে যা কিছু পরিবর্তন হবে সবই সাংবিধানিক ও নির্বাচনের মাধ্যমেই হবে। সময় আপনাদেরও আসবে। বিদেশের ব্যাংকে টাকা পাচারের  বিষয়ে সুরঞ্জিত বলেন, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার হয়ে যাচ্ছে। এছাড়া বিদেশ থেকে অনেক টাকা এসে বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গী সংগঠনগুলোকে সহযোগিতা করছে। এগুলোর ব্যাপারে সরকারকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।  আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত উদ্বেগ প্রকাশ করে বলেন, দক্ষিণ এশিয়ার অর্থ পাচারকারী দেশ হিসেবে আমরা দ্বিতীয়। এটা খুবই উদ্বেগের বিষয়। হাজার হাজার আওয়ামী লীগ কর্মী না খেয়ে আছে। আর সুবিধাবাদীরা এই পাচার কাজের সঙ্গে জড়িয়ে দেশের সুনাম নষ্ট করছে। সুরঞ্জিত বলেন, কারা টাকা পাচার করেছে সেটাকা ফেরত আনা সম্ভব হোক না হোক তাদের নাম-ঠিকানা প্রকাশ করার ব্যবস্থা করা হোক।এরা আর যাই হোক দেশপ্রেমিক না; এরা অর্থপাচারকারী বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version