সৃষ্টিকর্তার লীলা নাকি প্রকৃতির খেলা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃবিশ্ব ভ্রাম্মন্ডের অবারিত প্রান্তরে সৃষ্টিকর্তা তার মানব সন্তানদের বিভিন্ন সময়ে বিভিন্ন উপমার মাধ্যমে হেদায়েত/শতর্ক করে থাকেন। তেমনি সৃষ্টিকর্তার এক লীলা ৮ সেপ্টেম্বর সকালে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামের কৃষক মোহাম্মদ আলীর বাড়ীতে ঘটেছে । কৃষক মোহাম্মদ আলীর একটি গাভী প্রসব ব্যথায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও বাচ্চা প্রসব না করতে পেরে গাভীটি মারা যায়। পরে স্থানীয় এক চামার গাভীটির চামড়া তুলে পেট কাটার পর দুই মাথা ওয়ালা এক বাচ্চার বিষয়টি সকলের চোখে ধরা পরে। উৎসুক জনতা দুই মাথা ওয়ালা গাভীর মৃত বাচ্চাটি এক নজর দেখার জন্য ভীড় জমায় এবং উপস্থিত জনতা বলাবলি করছে, এটা সৃষ্টিকর্তার লীলা নাকি প্রকৃতির খেলা ?

 

Exit mobile version