সেই মুসলিম নারীর কাছে ক্ষমা চাইল ইউনাইটেড এয়ার

অনলাইন ডেস্ক:- বিমানে তাহেরা আহমাদ নামে এক মুসলিম নারীর প্রতি অবমাননাকর আচরণের জন্য এবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স একই সাথে সংশ্লিষ্ট ফ্লাইট অ্যাটেনডেন্ট তাদের বিমানে আর সার্ভ করবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মরটন শ্যাপিরো বিমান কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে আরো খোলামেলা ক্ষমা প্রার্থনার আহ্বান জানানোর পরপরই ঘোষণা এলো। তাহেরা আহমেদ ওই বিশ্ববিদ্যালয়ের আন্ত:ধর্ম কার্যক্রম বিষয়ক ডিরেক্টর। গত সোমবার এক বিবৃৃতিতে ভার্সিটির প্রেসিডেন্ট তাহেরার কাছে ওই অ্যাটেনডেন্ট পাইলটের ক্ষমা চাওয়াকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেন

বিমানে ওই মুসলিম নারীর সাথে অসম্মানজনক আচরণের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঝড় তোলে এবং ওই এয়ারলাইন্সের ফ্লাইট বয়কটের আহ্বান জানানো হয়। ইউনাইটেড এয়ারলাইন্সের সিইও জেফ স্মিসেকের কাছে লেখা এক চিঠিতে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মর্টন শ্যাপিরো বলেন, তাহেরা আহমাদের সঙ্গে অশোভন বৈষম্যমূলক আচরণে তিনি খুবই হতাশ

উল্লেখ্য, তাহেরা আহমেদ ওই এয়ারলাইন্সের ফ্লাইটে শিকাগো থেকে ওয়াশিংটন যাচ্ছিলেন। বিমান সহকারী তার জন্য একটি ঢাকনা খোলা ডায়েট কোকের ক্যান নিয়ে আসে। তাহেরা পরিচ্ছন্নতাজনিত কারণে একটি ঢাকনা লাগানো ক্যান চাইলে বিমান সহকারী তা দিতে অস্বীকার করে জানান, এটা কোম্পানির নীতিবিরোধী।
এরপর তিনি আরেকজনকে ঢাকনা লাগানো ক্যান দিলে তাহেরা প্রতিবাদ জানান। তখন আরেক যাত্রী তাকে গালি দিয়ে বলেন, ‘তুমি মুসলিম

ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাহেরা আহমেদ।খবরঃনয়া দিগন্ত, তিনি ওই এয়ারলাইন্সের ফ্লাইট বয়কটের দাবি জানান

 

Exit mobile version