সৌদি আরবের কাতিফে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

so 23আন্তর্জাতিক ডেস্কঃ- সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ অঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। গতকাল কাতিফের আওয়ামিয়া শহরের এ সংঘর্ষে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি সাঁজোয়া যানে আগুন ধরিয়ে দেয়। সৌদি আরবে সরকার বিরোধীদের কঠোর হাতে দমনের অংশ হিসেবে এ সংঘর্ষ হয়েছে বলে প্রেস টিভির একজন সংবাদদাতা জানিয়েছেন। এ প্রতিবেদনটি রেডিও তেহরান এর, গত ২০ ফেব্রুয়ারি আওয়ামিয়ায় নিরাপত্তা বাহিনীর হামলায় দু’জন সরকার বিরোধী বিক্ষোভকারী নিহত হন। এ ছাড়া, ১৯ ফেব্রুয়ারি একটি সৌদি আদালত কাতিফে সরকার বিরোধী বিক্ষোভ করার দায়ে সাত ব্যক্তিকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে পেট্রল বোমা তৈরি করে পুলিশের দিকে নিক্ষেপ করারও অভিযোগ আনা হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো সৌদি আদালতের এ রায়ের নিন্দা জানিয়ে তাদেরকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে অন্তত ৩০,০০০ রাজনৈতিক বন্দি রয়েছেন। গত তিন বছর ধরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও চরম বৈষম্য ও সরকারি নিপীড়নের প্রতিবাদ জানানোর জন্য প্রদেশটির অধিবাসীরা মাঝেমধ্যেই রাস্তায় নেমে আসছেন। এসব বিক্ষোভকারীর ওপর সরকারি দমন অভিযানে এ পর্যন্ত বহু লোক হতাহত হয়েছে। তাঃ-২৩ফেব্রুয়ারি২০১৪।

Exit mobile version