সৌদি আরবে ৫ শিয়া শোক পালনকারীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা

আর্ন্তজাতিক ডেস্ক:- সৌদি আরবে শোকাবহ আশুরার শোকানুষ্ঠানে হামলা চালিয়ে পাঁচজন শিয়া মুসলমানকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির পূর্বাঞ্চলীয় ‘ইস্টার্ন’ প্রদেশের আল-আহসা শহরে গতকাল সোমবার রাতে চালানো এ হামলায় আরো অন্তত ৩০ জন আহত হয়।ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের হামলায় মহররমের শোকানুষ্ঠানে অংশগ্রহণকারী শত শত শিয়া মুসলমান নিহত হওয়ার পর সৌদি আরব থেকেও একই ধরনের খবর এলো। একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মুখোশ পরিহিত তিন অস্ত্রধারী মেশিনগান ও পিস্তলের সাহায্যে সমবেত শোক পালনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায়।
সৌদি আরব থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, সোমবার রাতের এ গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ ছয়জন সন্দেহভাজনকে গ্রেফতারের দাবি করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি জানিয়েছেন, খবর:রেডিও তেহরান, ইস্টার্ন প্রদেশ এবং রিয়াদ এলাকায় বেশ কয়েকটি অভিযান চালিয়ে এসব সন্দেহভাজনকে আটক করা হয়।

Exit mobile version