‘২০১৪ সালের ডিসেম্বরে পৃথিবী ছয়দিন অন্ধকারে আচ্ছন্ন থাকবে বলে নিশ্চিত করেছে নাসা’- শিরোনামের একটি নিবন্ধকে কেন্দ্র করে এ ভুল ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। কথিত নিবন্ধে দাবি করা হয়েছে, সৌরঝড়ে ধূলি ও আবর্জনা সৃষ্টি হবে এবং এতে ৯০ শতাংশ সূর্যরশ্মি পৃথিবীতে আসতে পারবে না। এ কারণে ডিসেম্বর মাসের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত পৃথিবী পুরোপুরি অন্ধকারে ঢাকা থাকবে।
নাসা’র নামে লেখা এ নিবন্ধটি প্রথমে প্রকাশিত হয়েছে ব্যাঙ্গ ও বিনোদন বিষয়ক ওয়েবসাইট হাসলার্সডটকম-এ। প্রকাশিত নিবন্ধ বা খবরগুলোকে সত্য বলে গ্রহণ না করার জন্য ওয়েবসাইটটির প্রথম পেইজেই হুঁশিয়ারি দেয়া আছে। এ সত্ত্বেও অনেক পাঠক হাসলার্সডটকম’এর বিনোদমূলক এ নিবন্ধকে সত্যি বলে ধরে নিয়েছেন। পাঠকের অতি উৎসাহের কারণে ইন্টারনেট জগতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এ খবর।
এদিকে, অনুসন্ধান করে দেখা গেছে নাসা’র ওয়েবসাইটে এ জাতীয় কোনো নিবন্ধই প্রকাশিত হয়নি। কথিত এ নিবন্ধ পড়ে যে সব সরলমতি পাঠক-পাঠিকা আতংকে পড়েছিলেন এবার তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। খবর:রেডিও তেহরান, একই সঙ্গে তারা হাসলার্সডটকম-এ প্রকাশিত কথিত নিবন্ধ বা খবরের বিষয়ে ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করতে পারবেন।