স্টিকার নিয়ন্ত্রণ করবে ফোন

তথ্য ডেস্ক:- এবার আপনার স্মার্টফোনকে নিয়ন্ত্রন করুন ফোনে হাত না দিয়েই! আশ্চর্য হলেও, এটাই সত্যি। একটি স্ক্রিন স্টিকারের সাহায্যেই এবার গোটা স্মার্টফোনটি নিয়ন্ত্রন করা যাবে। জার্মানির সারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক ‘স্ক্রিন স্টিকার’ তৈরি করেছেন। ব্যবহারকারী তার হাত বা
শরীরের কোনো অংশে এই স্টিকার লাগিয়ে রেখে, তার মাধ্যমে নিজের স্মার্টফোনকে নিয়ন্ত্রন করতে পারবেন৷
শুধু তাই নয়, ব্যবহারকারী এই স্টিকারের সাহায্যে কল রিসিভ, মিউজিক প্লেয়ারকেও নিয়ন্ত্রণ করতে
পারবেন৷
গবেষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলিকন দ্বারা নির্মিত এই স্ক্রিন স্টিকার সেনসারের মাধ্যমে কাজ করবে৷ তবে এই স্ক্রিন স্টিকারটি এখনই বাজারে আনা হচ্ছে না৷খবর:ওয়েবসাইট, আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পর এই স্টিকারটি বাণিজ্যিক ব্যবহারের জন্য বাজারে আনা হবে৷

Exit mobile version