লাইফ স্টাইল ডেস্কঃ- নারীদের প্রাণঘাতী ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সার অন্যতম। কিছুটা বয়স হলে সব নারীরই কিছুদিন পর পর স্তন ক্যান্সার পরীক্ষা করার নিয়ম রয়েছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান এক মেডিকেল অ্যাসোসিয়েশন স্তন ক্যান্সারের স্ক্রিনিং পরীক্ষার জন্য ৪৫ বছর বয়স পর্যন্ত অপেক্ষার কথা জানিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি।
এর আগে আমেরিকান ক্যান্সার সোসাইটি ৪০ বছর পার হওয়া নারীদের প্রতি দুই বছরে একবার করে মেমোগ্রাম পরীক্ষার নিয়ম করেছিল। কিন্তু এবার তারা এ নিয়ম পাল্টে দিয়েছে।
স্তন ক্যান্সার পরীক্ষার নিয়ম পাল্টানোর কারণ হিসেবে মার্কিন সোসাইটি জানিয়েছে এর আগের নিয়ম যথেষ্ট জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
তবে নতুন নিয়মে স্তন পরীক্ষা শুরুর সময় পাল্টানো হলেও ৫৫ বছরের বেশি বয়সের নারীদের প্রতি দুই বছরে একবার করে মেমোগ্রাম করার কথা বলা হয়েছে। অতীতে তা বার্ষিক একবার করে ছিল।
আমেরিকান ক্যান্সার সোসাইটি এ নিয়ম বহাল করার আগে বেশ কয়েক বছরের ক্যান্সারের তথ্য বিশ্লেষণ করেছে বলে জানিয়েছে। তবে কোনো নারী যদি চায় তাহলে ৪০ বছর বয়সেও এ পরীক্ষা শুরু করতে পারে বলে গাইডলাইনে জানিয়েছে তারা।
বিশ্বের নারীদের মাঝে সবচেয়ে প্রচলিত ক্যান্সার হলো স্তন ক্যান্সার। এতে ফুসফুসের ক্যান্সারের পরে সবচেয়ে বেশি সংখ্যক নারী মারা যায়। সূত্র:ওয়েবসাইট