আন্তর্জাতিক ডেস্কঃ- মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের সম্ভাব্য আরো ১২২ বস্তুর সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন এ খবর জানিয়ে বলেছেন, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এসব বস্তু দেখা গেছে। গত ২৩ মার্চের তোলা এসব ছবিতে ধরা পড়া সবচেয়ে বড় বস্তুটি ২৩ মিটার লম্বা। এসব বস্তুর কোনো কোনোটি উজ্জ্বল এবং এগুলো কঠিন বস্তু বলে মনে হচ্ছে। গত ৮ মার্চের প্রথম প্রহরে কুয়ালালামপুর থেকে উড্ডয়নের এক ঘন্টা পর বেইজিংগামী যাত্রীবাহী বিমানটি নিখোঁজ হয়ে যায়। হিশামউদ্দিন জানান, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পার্থ থেকে ২,৫৫৭ কিলোমিটার দূরে প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ২৩৯ জন আরোহীবাহী বিমানটির সম্ভাব্য এসব বস্তুর খোঁজ পাওয়া গেছে। এসব বস্তু নিখোঁজ বিমানটির কি-না সে সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পেতে এগুলো সাহায্য করবে বলে জানান তিনি। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী বলেন, স্যাটেলাইট থেকে তোলা এসব ছবি অস্ট্রেলিয়ার উদ্ধার ও সমন্বয় কেন্দ্রকে সরবরাহ করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট আজ বুধবার বলেছেন, নিখোঁজ বিমানটির সন্ধান পেতে তার দেশ সম্ভাব্য সবকিছু করবে। এর আগেও স্যাটেলাইট থেকে তোলা ছবিতে চীন সাগর এবং ভারত মহাসাগরে একাধিকবার নিখোঁজ বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেলেও বাস্তবে উদ্ধারকর্মীরা সেগুলো খুঁজে পাননি।সূত্র- রেডিও তেহরান।