জি নিউজঃ-বিরোধীদলকে হত্যার রাজনীতি এবং সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ করতে হবে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে এবং আমি মনে করি, তারা (বিরোধী দল) দেশের অগ্রগতি এবং গণতন্ত্রের ধারা বজায় রাখতে কাজ করবে। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্যদের এবং আহতদের আর্থিক অনুদানের সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাএ আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি-জামায়াতের বিগত পাঁচ বছরের শাসনকালে দেশব্যাপী আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এখনো তাদের চরিত্র পরিবর্তন হয় নি। ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ওই গ্রেনেড হামলা করা হয়েছিল