ঝিনাইদহ প্রতিনিধি::জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুর ১২টার দিকে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ¯ে^চ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলালীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আবেদ আলী, আনিসুর রহমান খোকা, আবদুল খালেক, এ্যাড. আব্দুর রশীদ, আক্কাস আলী, জিয়াউল হক আজাদ, এ্যাড. ইসমাইল হোসেন, আসাদুজ্জামান, আবদুল মালেক, বাবুল আজাদ, এ্যাড.সালমা ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে নেতৃবৃন্দ জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কার্যকলাপ কঠোর হস্তে দমন করার জন্য আহবান জানান। বক্তারা বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের দল। বিশৃক্সখলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করাই এদের রাজনীতির মূল উদ্দেশ্য। একের পর এক যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হতে থাকায় তারা সারাদেশে নাশকতা চালানোর চেষ্টা করছে। কিন্তু এদের আর কোনোভাবেই সুযোগ দেয়া হবে না। বিশৃক্সখলার চেষ্টা করলেই রাজপথে তাদের সমুচিত জবাব দেয়া হবে।
হরতালের প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Share This