হরতালে কারো প্রাণ গেলে বিরোধী দলীয় নেতাকেই তার দায় নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি, জি নিউজ:রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপির ডাকা হরতালে কারো প্রাণ গেলে বিরোধী দলীয় নেতাকেই তার দায় নিতে হবে। শনিবার বিকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক জনসভায় ১৮ ও ১৯ মার্চ হরতাল পালনের আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, সরকার বিদায়ের জন্য হয়ত আরো কিছু প্রাণহানি হবে। তারপরও সরকার পতনের জন্য আমাদের রাস্তায় নামতে হবে। টানা দুই দিনের হরতালের পর সরকার পতনে আরো হরতাল-ঘেরাও কর্মসূচির হুমকিও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। খালেদার এ বক্তব্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বক্তব্য দিয়ে আইনের দৃষ্টিতে অন্যায় করেছেন খালেদা জিয়া। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়ার পর সরকারি হিসেবে সারাদেশে সহিংসতায় নিহত হয় ৬৭ জন। এর মধ্যে সাত পুলিশ সদস্যও রয়েছেন।

Exit mobile version