শুরু হয়েছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল

ঢাকা, জি নিউজ প্রতিনিধি :  আজ মঙ্গলবার শুরু হয়েছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতালের শুরুতেই রাজধানীর কাওরান বাজার ও মিরপুরে দুই বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
এদিকে তৃতীয় দিনের মতো হরতাল চললেও সারাদেশেই জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ঢাকার পথে প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে। গত দুইদিনের তুলনায় বেড়েছে প্রাইভেটকারের সংখ্যাও। এছাড়াও দূর-পাল্লার যান চলাচলও বেড়েছে বলে খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার দেশজুড়ে সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে এই হরতাল করে বিএনপি। সেই সাথে এই ঘটনার প্রতিবাদে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিরোধী দলীয় নেত্রী।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর সড়কগুলোতে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস না ছাড়লেও দুই এক জায়গা ছাড়া সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Exit mobile version