জি নিউজ ঃ ১৮ দলীয় ঐক্যজোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার অথবা রাজধানী ঢাকাকে হরতালের আওতামুক্ত রাখার আহবান জানিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে শুক্রবার একটি চিঠি দিয়েছে দেশের ব্যবসায়ীদের অন্যতম ফোরাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ।
রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোট। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য শামসুজ্জামান দুদু এ ঘোষণা দেন।
চিঠিতে ঢাকা চেম্বার জানিয়েছে যে, আগামী ২৬ মে রোববার ‘US-Bangladesh Partnership Dialogue: Private Sector Forum’ শীর্ষক একটি দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ডিসিসিআই।
এ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৪০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। প্রতিনিধি দলে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিকাল আন্ডার সেক্রেটারি উইন্ডি শারমেনসহ ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর এনার্জি ট্রান্সফর্মেশন ড. রবার্ট আইকর্ড, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স জোসে ফার্নান্দেজ, ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ফর ডেমোক্রেসি, হিউমেন রাইটস্ অ্যান্ড লেবার কেরেন হানরাহান প্রমূখ উপস্থিত থাকবেন।
ঢাকা চেম্বারের আয়োজনে এ ফোরামে ৪টি ওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়েছে। বর্তমান আর্থ-সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের আলোকে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ডিসিসিআই অত্যন্ত দায়িত্ব নিয়ে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করেছে।
ডিসিসিআই খালেদা জিয়াকে জানায়, “বর্তমানে তৈরি পোষাক শিল্পের সংকট এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সমস্যা নিরসনে এ ধরনের একটি দ্বি-পাক্ষিক অনুষ্ঠান ফলপ্রসু ভূমিকা রাখবে বলে মনে করে।”
এ ধরনের উদ্যোগে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের এতো উচ্চ পর্যায়ের এবং বৃহৎ প্রতিনিধিদল ঢাকা চেম্বারে এসে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে। এ অবস্থায় আগামী রোববারে হরতাল কর্মসূচি এ প্রয়াসকে বাধাগ্রস্ত করবে বলে ডিসিসিআই আশঙ্কা প্রকাশ করছে।
এ অবস্থায় জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির সার্থকতা বিবেচনায় নিয়ে আগামী ২৬ মে রোববারের আহ্বানকৃত ১৮ দলীয় ঐক্যজোটের হরতালটি প্রত্যাহারের জন্য ঢাকা চেম্বার বিরোধী দলীয় নেত্রীকে আহ্বান জানিয়েছে।
ডিসিসিআইয়ের সচিব (ভারপ্রাপ্ত) বশির হায়দার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।