অনলাইন ডেস্ক,জি নিউজঃ- ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে সবচেয়ে বেশি আয় করেছেন। তার আয় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ বছরের অস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের আয় ২ কোটি ৬০ লাখ ডলার। তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে নানা ধরনের জরিপ পরিচালনা করে থাকে ফোর্বস। ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন এজেন্ট, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে হলিউডের তারকাদের আয়ের এই তালিকা তৈরি করেছে তারা। ২০১১ সালে এই তালিকার শীর্ষে থাকা ‘টুইলাইট‘ সিরিজের ক্রিস্টেন স্টুয়ার্টের অবস্থান ২০১২ সালের তালিকায় তৃতীয়। তিনি আয় করেছেন ২ কোটি ২০ লাখ ডলার। হলিউডের হাতেগোনা কয়েক অভিনেত্রীর মধ্যে জোলি একজন, যারা তাদের জন্য যোগ্য বলে মনে হলে যে কোনো ছবির জন্য ১৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক চাইতে পারেন। ৩৮ বছর বয়সী জোলি এই বছরের শুরুতে তার দুই স্তন প্রতিস্থাপনের কথা প্রকাশ করেন।