স্পোর্টস ডেস্কঃ- হল্যান্ডকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সাও পাওলোর অ্যারিনা কোরিনথিয়ান্স স্টেডিয়ামে আর্জেন্টিনা-হল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধের ২০ মিনিটে গোলে দেখা পায়নি কোনো দল। ম্যাচের ১৩ মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। বল ডিয়ে পোস্টে ডোকার আগ মুহূর্তে লাভেসসিকে ফেলে দেন ভার। মেসির নেয়া ফ্রিকিক অসাধারণ দক্ষতায় রক্ষা করেন ডাচ গোলরক্ষ জেসপার সিলেসেন। ২৫ মিনিটে এজেকিয়েল গারাইয়ের হেড চলে গেছে হল্যান্ডের গোলপোস্টের কিছুটা ওপর দিয়ে। ম্যাচের ৪৫ মিনিটে খেলায় প্রথম হলুদ কার্ড দেখেন ডাচ ডিফেন্ডার মার্টিন্স ইন্ডি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটে ডাচ ফরোয়ার্ড রোবেনকে অবৈধভাবে বাধা দেয়ায় ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মার্টিন ডেমিচেলিস। ম্যাচের ৫৬ মিনিটে লাভেসসির ক্রসে হিগুয়েনের হেড লক্ষ্য ভ্রষ্ট হলে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার পার্সিকে অফসাইডের ফাঁদে ফেলেন আর্জেন্টাইন ডিফেন্ডাররা। ৭৬ মিনিটের মাথায় হল্যান্ডের জালে একবার বল জড়িয়েও দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। আর্জেন্টিনার সমর্থকেরা মেতে উঠেছিলেন উল্লাসে। কিন্তু পরমুহূর্তেই রেফারির অফসাইডের পতাকার দিকে তাকিয়ে হতাশ হতে হয় তাদের। ৮৩ মিনিটে দুটি পরিবর্তন আনেন সাবেলা। হিগুয়েনের জায়গায় আগুয়েরা আর পেরেসের পরিবর্তে মাঠে নামেন পেলাসো। ৮৪ মিনিটে রোকোর শট অসাধারণ দক্ষতায় রক্ষা করেন ডাচ গোলরক্ষক সিলেসেন। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন আরিয়েন রোবেন। কিন্তু তাঁর সেই গোল প্রচেষ্টা দারুণভাবে রুখে দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো।নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৫৪ শতাংশ সময় বলের দখল ছিল হল্যান্ডের কাছে। তবে রক্ষণভাগে এসে খুব বেশি শট নিতে পারেনি ডাচরা। ছয়টি শট নিলেও কোনোটিই ছিল না আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের শুরু থেকেই পূর্বের মতোই মাঝমাঠে বল দখলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে দু’দল। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ও থেকেছে গোলশূন্য। এরপরই টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হয়।‘গোলরক্ষক সার্জিও রোমেরোর ওপর হয়তো খুব বেশি ভরসা ছিল না আর্জেন্টিনার সমর্থকদের। কিন্তু সেই রোমেরোই হয়ে গেছেন আজকের ম্যাচের নায়ক। রন ভ্লার ও ওয়েসলি স্নেইডারের শট ঠেকিয়ে তিনিই আর্জেন্টিনাকে এনে দিয়েছেন ৪-২ ব্যবধানের জয়। আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন গারাই, মেসি, সার্জিও আগুয়েরো ও ম্যাক্সি রদ্রিগেজ। খবর- রেডিও তেহরান, আগামী ১৪ জুলাই আর্জেন্টিনা মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে ব্রাজিলকে গোল বন্যায় ভাসিয়ে দেয়া ইউরোপ ফুটবলের যান্ত্রিক পরাশক্তি জার্মানির। অপরদিকে আগামী ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হল্যান্ড লড়বে ব্রাজিলের বিরুদ্ধে।