সম্প্রতি তারা একটি গবেষণায় এই প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছেন। খুব ছোট এবং শক্তিশালী আলো বিচ্ছুরণ করতে পারে এমন একটি ফেমটোসেকেন্ড লেজারের সাহায্যে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে অধিক তথ্য ধারণ করে তারা এই পরীক্ষায় সফলতা পান। আর এই প্রযুক্তিতে একটি সাধারণ আকৃতির কমপ্যাক্ট ডিস্কের তথ্য ধারণক্ষমতা হবে ৩৬০ টেরাবাইট ।
অপ্টো-ইলেক্ট্রনিক রিসার্চ সেন্টারের অধ্যাপক পিটার কাজানস্কি বলেন, “আমরা এই প্রথম এমন নথি তৈরি করতে সক্ষম হয়েছি যা সম্ভবত মানব সভ্যতার শেষ দিন পর্যন্ত টিকে থাকবে। এই প্রযুক্তি সভ্যতার শেষ নিদর্শনটুকু নিরাপদে রাখবে। কোন তথ্যই হারিয়ে যাবে না ।”
গবেষক দলের নেতা জিঙ্গু ঝাং এবং তার দল বর্তমানে প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছেন ।
সূত্র: সিনেট