পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের শিশু গলায় টিউমার অপারেশনের জন্য কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়। শিশুটির অপারেশনের কথা ছিল গত শনিবার। সোমবার দুপুরে নার্স সালমা বেগম শিশুটিকে গোসল করানোর কথা বলে হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে নিয়ে যান।
ওই বাড়িতে থাকা সালমার ভাই জুয়েল মাতুব্বর শিশুটিকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে হাসপাতালের গেটে ফেলে রেখে জুয়েল মাতুব্বর পালিয়ে যায়। শিশুটি তার স্বজনের কাছে ধর্ষণের কথা জানানো পর তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।
হাসপাতালে ভর্তি থাকা অবস্তায় অসুস্থ এই শিশুটির ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ধর্ষণের ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ জুয়েল মাতুব্বরকে আজ মঙ্গলবার আটক করে।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, শিশু ধর্ষণের মামলার অভিযোগে জুয়েল মাতুব্বরকে আটক করা হয়।