জানা গেছে, ২০১১ সালের ১৩ এপ্রিল দৈনিক যুগান্তর এ প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির (স্মারক নং: সিজিএ/প্রশা–২/নিয়োগ/২০১০/৭১১/৩৩৩১) মাধ্যমে অডিটর ও জুনিয়র অডিটর পদে কর্মকর্তা–কর্মচারী নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেন হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়। আবেদন গ্রহণের পর ২০১১ সালের ৩০ ডিসে¤^র আবেদনকারিদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু প্রায় দুই বছর আড়াই মাস অতিবাহিত হলেও ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি সংশিষ্ট দপ্তর। এতে, চরম হতাশ হয়ে পড়েছেন চাকুরি প্রার্থীরা। হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়ের চাকুরি প্রত্যার্শী সাতক্ষীরা শহরের আব্দুল আজিজ গনমাধ্যমকে জানান, তিনি ওই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জুনিয়র অডিটর পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু অদ্যাবধি তার কোন ফলাফল প্রকাশিত হয়নি। তিনি ক্ষোভের সাথে আরও বলেন, সাতক্ষীরা থেকে ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে কমপক্ষেক্ষে ৩/৪ হাজার টাকা খরচ হয়েছে। অথচ পরীক্ষা নিয়ে প্রহসনমূলক আচরণ করছে সংশিষ্ট দপ্তর।
এ ব্যাপারে তিনি মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন।