আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূলে আছড়ে পড়া সামুদ্রিক ঘুর্ণিঝড় হুদহুদের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর বলেছে, গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ১৯০ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও শ্রীকাকুলামে আঘাত হানে হুদহুদ। এ রাজ্যে গাছ চাপা পড়ে দু’জন এবং বাড়ির দেয়াল ভেঙে একজন মারা যায়। উড়িষ্যায় নিহত হয় দু’জন।
অন্ধ্রপ্রদেশের বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ কমিশনার কে হিমবতী জানিয়েছেন, রাজ্যের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপকূলীয় চার জেলার প্রায় তিন লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ায় প্রাণহানি কম হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য মোট ৩০০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। চার জেলায় ১৯টি ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
হুদহুদের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাখাপত্তনম ও শ্রীকাকুলাম। প্রবল গতিতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিতে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি ও বড় বড় গাছ উপড় গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে টেলি যোগাযোগও।
অন্যদিকে, উড়িষ্যায় হুদহুদের প্রভাবে সকাল থেকে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি হয়। রাজ্যের সমুদ্র উপকূলবর্তী জেলা গঞ্জাম, গজপতি, কোরাপুট, পুরী, কালাহান্ডি ও রায়গড়ে হুদহুদের তাণ্ডব চলে। ভারী বৃষ্টি হয় মালকানিগিরি, কন্ধল এবং ফুলবনি জেলায়। উপকূলবর্তী ওই জেলাগুলি থেকে ৬৮,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। মোট ৬০৪টি আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়।
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, হুদহুদের প্রভাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায়। পাশাপাশি বৃষ্টি হবে ঝাড়খণ্ড, ছত্তীসগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও। কোলকাতার আলিপুর আবহাওয়া দফতর বলেছে,খবর:রেডিও তেহরান,পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী মাত্রায় বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হবে রাজ্যের অন্যান্য জেলাতেও।
হুদহুদের আঘাতে লণ্ডভণ্ড অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল: নিহত অন্তত ৫
Share This