স্বাস্থ্য ডেস্ক:- ভারতের মুম্বাই নগরীতে প্রতিদিন গড়ে ৮০ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পরিসংখ্যানের ভিত্তিতে এ খবর দেয়া হয়েছে।
এর আগের বছরের তুলনায় মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বেড়েছে। আগের বছর এ নগরীতে দৈনিক গড়ে ৬৭ জন হৃদরোগে মারা গেছে। বোম্বে মেডিক্যাল কলেজ বা বিএমসির দেয়া হিসাব থেকে এ তথ্য উঠে এসেছে। তথ্য অধিকারের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে বিএমসি।
এতে বলা হয়েছে, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ হাজার ৩৯৩ জন মারা যাওয়ার বিষয়টি নিবন্ধন করা হয়েছে। এর আগের বছর একই সময়ে মৃতের সংখ্যা ছিল ২৪ হাজার ৬০৩।
মুম্বাই নগরীতে হৃদরোগ মারাত্মক সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং এ রোগ এক নম্বরের ঘাতক হয়ে উঠেছে। ২০১৪–২০১৫ সালে এ নগরীতে ৯৩ হাজার ২৫৪ ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে ৩১ শতাংশই হৃদরোগে মারা গেছে।খবর:রেডিও তেহরান, এ ছাড়া, এ হিসাবে আরো দেখা গেছে, ২০১৪–২০১৫ সালে যক্ষ্মারোগে একই নগরীতে দৈনিক গড়ে ১৯ জন এবং ক্যান্সারে ১৮ জন মারা গেছে