হেফাজতের কর্মীদের হামলার চেষ্টা

জি নিউজ ঢাকা প্রতিনিধি,জি নিউজ ঃ মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ শেষে হেফাজতের কয়েক শ কর্মী মিছিল নিয়ে শাহবাগ গণজাগরণ মঞ্চের দিকে এগিয়ে আসলে তাদের ধাওয়া দেয় মঞ্চের কর্মীরা। আজ শনিবার বিকেল ৫টার দিকে হেফাজতের কর্মীরা মৎস্য ভবন হয়ে ঢাকা ক্লাবের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশি বাধা পেয়ে তারা রমনা পার্কের লোহার বেষ্টনি ভেঙে পার্কের ভিতরে ঢুকে শাহবাগ গণজাগরণ মঞ্চের দিকে এগিয়ে আসতে থাকে।জানা যায়, গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে তারাও পাল্টা ধাওয়া দেয় হেফাজত ইসলামের কর্মীদের। ওই সময় হেফাজত কর্মীরা রমনা পার্কে ঢুকে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে এক পর্যায়ে গণজাগরণ কর্মীদের ধাওয়ায় তারা রাষ্ট্রীয় অতিথিভবন যমুনার সামনে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। যদিও এর আগে হেফাজতের দুই কর্মীকে আটক করে মারধর করে মঞ্চের বিক্ষুব্ধকারীরা।এর আগে শাহবাগে মঞ্চে মুখপাত্র ইমরাইন এইচ সরকার তাৎক্ষণিকভাবে সবার উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত হোন। আমরা শান্তিপূর্ণ ছিলাম, শান্তিপূর্ণ থাকবো। এ সময় গণজাগরণ মঞ্চের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আপনারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশ নিন। শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের নাস্তিক আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে দুপুরে মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম, যাদের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটও হেফজতের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। উল্লেখ্য, হেফাজত ইসলামের এ হামলার খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েক হাজার শিক্ষার্থী বের হয়ে আসেন। এ সময় তারা জামায়াত-শিবির ও হেফাজতের বিরুদ্ধে ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে সমবেত হন।

Exit mobile version