হ্যান্ডশেক বলে দেয় আপনার সম্পর্কে নানা তথ্য

shakeঅনলাইন ডেস্কঃ- পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলে হ্যান্ডশেক করাটা বহুল প্রচলিত ভদ্রতা। তা ছাড়া অপরিচিতজনদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিললেও আমরা হাতে হাত মেলাই। সম্পর্ক তৈরির এই ইচিবাচক আচরণটি নিয়ে তাই হয়েছে নানা গবেষণা। অস্ট্রিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাপ্লাইড সিস্টেমস অ্যানালাইসিস এক গবেষণায় জানায়, এই হ্যান্ডশেকের মধ্যে অনেক তথ্য লুকিয়ে রয়েছে। ‘পিএলওএস’ জার্নালে এ বিষয়ক প্রতিবেদন এ সপ্তাহেই প্রকাশ করা হয়।ওই গবেষণা প্রতিবেদনে জানানো হয়, হ্যান্ডশেক করার সময় হাতের শক্তি অনুভব করে মানুষের বয়স এবং তার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। এমনকি ব্যক্তির নশ্বরতার বিশ্লেষণ, অক্ষমতা, জ্ঞানের অভাব এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও ধারণা লাভ করা যায় হ্যান্ডশেকের মাধ্যমে।একটি জরিপের তথ্য তুলে ধরে গবেষণা প্রতিবেদনের লেখক সার্গেই চেরলোভ এক বিবৃতিতে জানান, ৬৫ বছর বয়েসী স্কুল পাস করেননি এমন পুরুষ হ্যান্ডশেক করার সময় যতোটুকু শক্তি ব্যবহার করেন, ৭০ বছরের স্কুল পাস করা পুরুষ একই শক্তি দিয়ে হাত মেলান। এই উদাহরণের মাধ্যমে দেখানো হয়, ওই দুজন পুরুষের মধ্যে যার শিক্ষাগত যোগ্যতা কম তার হাত মেলানোর শক্তি শিক্ষিত লোকটির চেয়ে বেশি হয়নি। শিক্ষার অভাব এ মানুষটির মধ্যে শিক্ষিত মানুষটির কাছে বয়েস অনুযায়ী দুর্বল করে রেখেছে। একই অবস্থা পাওয়া যায় ৬৫ বছরের অশিক্ষিত এবং ৬৯ বছরের অল্প শিক্ষিত নারীর মধ্যে।সবচেয়ে বড় বিষয়টি হলো, এদের সবার মধ্যে বয়স বিষয়ক দুর্বলতা হাতের হ্যান্ডশেকের মধ্যে উপলব্ধি করা যায়।হ্যান্ডশেকের সময় হাতের শক্তি প্রকাশ করে যে, কে সমাজে দুর্বলতর পরিস্থিতিতে টিকে রয়েছেন। আবার যাদের বয়স কম, তাদের মধ্যেও বেশি বয়সের মানুষের চেয়ে কম শক্তি প্রয়োগ করে হ্যান্ডশেক করতে দেখা গেছে। গবেষণায় বেরিয়ে আসে, তারা সামাজিক কারণে বেশি বয়সীদের চেয়ে খারাপ অবস্থায় রয়েছেন যা প্রভাব তাদের হাত মেলানোতে প্রভাব ফেলেছে।এর আগে ইউনিভার্সিটি অব ইলিনয়েস এর এক গবেষণায় বলা হয়, ইতিবাচক সম্পর্ক সৃষ্টি করতে এমনকি প্রথম দর্শনে নেতিবাচক পরিস্থিতিতে দূর করতে হ্যান্ডশেক দারুণ কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে। সূত্র- -বিজনেস ইনসাইডার।

Exit mobile version