ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।
আগামীকাল অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সকালের পরীক্ষা ১৯ এপ্রিল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কাল বিকেলের পরীক্ষা হবে শুক্রবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
আগামীকাল এইচএসসিতে অর্থনীতি, পদার্থ, ব্যবসায়নীতি ও প্রয়োগসহ সমমানের কয়েকটি পরীক্ষা হওয়ার কথা ছিল।
এর আগে গতকাল মঙ্গলবারের অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ১৩ এপ্রিল করা হয়।