১৪০ পুরুষের শয্যাসঙ্গী

অনলাইন ডেস্ক:- স্যান্ডি নারডো নামের এক আইরিশ নারী ১৪০ পুরুষের শয্যাসঙ্গী হয়েছেন। আয়ারল্যান্ডের ডাবলিনের এই নারী তার ডায়েরিতে তা লিপিবদ্ধও করেছেন। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই পুরুষদের চেহারা এবং তার সঙ্গে পারফরম্যান্সের মাপকাঠিতে এক থেকে ১০ পর্যন্ত রেটিংও দিয়েছেন ৫৩ বছরের নারডো। রুথ লাংসফোর্ড নামের একজন টিভি উপস্থাপিকা ও তার স্বামীকে দেওয়া এক টিভি সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের পুরো যৌন জীবনের বিস্তারিত খুঁটিনাটি মনে রেখেছেন বলে জানিয়েছেন নারডো। তিনি আরও বলেন, এটা ওসিডি (অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার) রোগের লক্ষণ হতে পারে। তিনি জানিয়েছেন, ১৯ বছরে তিনি কুমারীত্ব হারান। শয্যাসঙ্গীর তালিকা রাখতে ভালবাসেন। এ পর্যন্ত সামলেছেন ১৪০ পুরুষ। তবে নিজের স্বামীকে দিয়েছেন ১০ এ ১০। যদিও তিনি মানসিকতার দিক থেকে স্ত্রী থেকে সম্পূর্ন আলাদা। সূত্র:ডেইলি মেইল।

Exit mobile version