১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘন্টার হরতাল

gnewsbd.netজি নিউজ  : আটক নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সরকারের পদত্যাগ , আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বুধবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘন্টার হরতাল ।

হরতালের আগেই ঢাকায় বিভিন্ন জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ঢাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।

এ সহিংসতার জন্য প্রধান বিরোধী দল বিএনপি সরকারকে দায়ী করছে। তবে পাল্টা অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, সহিংসতা সৃষ্টির দায়ে হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি সফল করবে। সহিংসতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করছে। আমাদের নেতাকর্মীদের আটক করে রাখছে। সেখানে সহিংসতার দায় সরকারের ওপরই বর্তায়।

 

জি  নিউজ /২৭-০৩-২০১৩

Exit mobile version