২দিন না পেরোতেই গাজায় আবার বিমান হামলা করল ইসরাইল

gaza 7আন্তর্জাতিক ডেস্কঃ- ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে। দু’দিনেরও কম সময়ের মধ্যে নতুন করে এ হামলা চালানো হলো।ফিলিস্তিনের হাসপাতাল এবং নিরাপত্তা সূত্র থেকে জানানো হয়েছে, গতরাতে গাজার উত্তর ও দক্ষিণ অংশের পাঁচটি এলাকায় আঘাত হেনেছে ইহুদিবাদী জঙ্গি বিমানগুলো। অবশ্য এ সব হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজা থেকে ইসরাইলকে লক্ষ্য করে কথিত রকেট হামলা চালানোর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে এ সব বিমান হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে তেল আবিব।সম্প্রতি অবরুদ্ধ এ উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলা বেড়েছে। শুক্রবার খুব ভোরে ইসরাইলি জঙ্গি বিমান গাজার বিভিন্ন এলাকায় সাত দফা হামলা করেছে এবং ১৮টি রকেট ছুঁড়েছে। সূত্র-রেডিও তেহরান।

Exit mobile version