জি নিউজ :- উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ২০১৩ সালের এই সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। এই ফলের অপেক্ষায় রয়েছে সারাদেশের ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী। নিয়ম অনুযায়ী সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি হস্তান্তর করবেন। পরে দুপুর ১টায় সচিবালয়ে মন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এই ওয়েবসাইটে [www.educationboardresult.gov.bd] ও মুঠোফোনের খুদে বার্তায়ও ফল জানা যাবে। গত ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। হরতালের কারণে এবার ৪১টি বিষয়ের পরীক্ষা পরিবর্তন করে পুনর্নির্ধারিত তারিখে নিতে হয়েছে। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ২৮ মে শেষ হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ৩ জুন শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ১ জুন শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল যা ১৪ জুন শেষ হয়েছে। তবে এবারো এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ হতে যাচ্ছে। আজ ৩ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে।