২৪ দিন বন্ধ থাকার পর আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত

g news begom rokeya univercityবিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঃ  দীর্ঘ ২৪ দিন বন্ধ থাকার পর আজ  ১৪ মে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ড. নূর-উন-নবী বিশ্ববিদ্যালয় এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪ হাজার শিক্ষার্থী ৬ মাসের সেশন জটে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য প্রতি সেমিস্টারে এক মাস করে কম সময় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাতে করে মূল সময়ের ভেতরে শিক্ষার্থীরা তাদের কোর্স শেষ করে নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করতে পারে। গত শনিবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপন করা হয়েছিল বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমি দায়িত্বে থাকাকালীন এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হবে না এবং শিক্ষার্থীরা যাতে সেশন জটে না পড়ে সে জন্য যা করার প্রয়োজন সেটাই করা হবে।

Exit mobile version