জি নিউজ:- ৩৩তম বিসিএসের ১৮ ডিসেম্বরের লিখিত পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। ২৪ ডিসেম্বরের নির্ধারিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর। একই দিনের (২৪ ডিসেম্বর) পূর্বনির্ধারিত মেডিকেল সায়েন্স প্রথম পত্র ও ২৬ ডিসেম্বরের মেডিকেল সায়েন্স দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৩০ ডিসেম্বর। এছাড়া ১৯, ২০ ও ২৩ ডিসেম্বরের পরীক্ষার সময়সূচি ঠিক থাকবে। বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
পিএসসির পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, ১৯ ডিসেম্বর সকালে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, বিকেলে আন্তর্জাতিক বিষয়াবলী, ২০ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিষয়াবলি প্রথম পত্র ও বিকেলে বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র, ২৩ ডিসেম্বর সকালে বাংলা এবং বিকেলে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির পরীক্ষা হবে।
৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছালো
Share This