জি নিউজ ঃ ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এবারের বিসিএসে দুই হাজার ৫২টি পদের জন্য রেকর্ড ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন চাকরিপ্রার্থী এতে অংশ নিচ্ছেন। এ পরীক্ষার জন্য ১১২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
পিএসসি সচিবালয় থেকে জানা গেছে, দেশের সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষাকেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি বাছাই পরীক্ষা হবে। এর মধ্যে ঢাকায় ১০২টি, রাজশাহীতে ২৩টি, চট্টগ্রামে ১২টি, খুলনায় ১১টি, বরিশালে ৫টি, সিলেটে ৭টি এবং রংপুরে ১৪টি কেন্দ্রে পরীক্ষা হবে।
এক ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫ নম্বর কাটা হবে।
পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে। সাড়ে ৯টায় উত্তরপত্র দেওয়া হবে। সকাল ১০টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।