৪ সৌদি রাজকন্যাকে মুক্ত করুন-ওবামার প্রতি ফায়েজ

sodia 1আন্তর্জাতিক ডেস্কঃ- সৌদি রাজা আবদুল্লাহর চার মেয়ে তথা চার রাজকন্যাকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সহায়তা চেয়েছেন তাদের মা বা  রাজার সাবেক স্ত্রী ফায়েজ।  আজ (শুক্রবার) দৈনিক টাইমস এই খবর ওই রাজকন্যারা বাবার কাছে সৌদি আরবের দরিদ্র ব্যক্তিদের অবস্থার উন্নয়নের দাবি জানানোয় তাদেরকে ১৩ বছর ধরে রাজপ্রাসাদে বন্দী করে রাখা হয়েছে বলে খবর এসেছে।আবদুল্লাহর স্ত্রী আনুদ আলফায়েজ এর আগে তার চার মেয়েকে বন্দীদশা থেকে মুক্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করেছিলেন। আবদুল্লাহর স্ত্রী  ৫৭ বছর বয়স্ক আনুদ আলফায়েজ ২০০৩ সালে স্বামীর কাছ থেকে বিবাহ-বিচ্ছেদের পর থেকে ব্রিটেনে বসবাস করছেন। তিনি জানিয়েছেন, রাজা আবদুল্লাহ সাম্প্রতিক সময়ে তার এই চার কন্যা তথা সাহার, মাহা, হালা ও জাওয়াহের-এর সঙ্গে আগের চেয়েও খারাপ আচরণ করছেন। এই চার রাজকন্যার গড় বয়স প্রায় ৪০।  ওবামা আজ সৌদি আরব সফর শুরু করবেন বলে কথা রয়েছে। ফায়েজ এই সফরকে তার মেয়েদের মুক্ত করার জন্য কাজে লাগাতে ওবামার কাছে আহ্বান জানিয়েছেন বলে টাইমস উল্লেখ করেছে।সূত্র-ইন্টারনেট।

Exit mobile version