পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ফরাসি বার্তা সংস্থাকে (এএফপি) জানিয়েছেন, ‘আমরা ছোট দলগুলোকে পাকিস্তান এনে আমাদের সক্ষমতার প্রমাণ করছি এবং উদ্দেশ্য হচ্ছে বড় দলগুলোর জন্য আমাদের দেশের দরজা খুলে দেয়া। এ বিষয়ে আমরা সরকারের ছাড়পত্র পেয়েছি।’
তিনি জানান, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে আসছে কেনিয়া। তবে জাতীয় দল নয় পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে খেলবে কেনিয়া জাতীয় দল।
পিসিবি সূত্র জানিয়েছে, ডিসেম্বরের ১১ তারিখ কেনিয়া আসবে পাকিস্তানে। আর একই মাসের ১৩ থেকে ২০ তারিখের মধ্যে পাঁচটি ওয়াডে খেলে পরের দিনই নিজ দেশের উদ্দ্যেশ্যে রওনা হবে আফ্রিকান দেশটি। এর আগে দুদেশের ক্রিকেট বোর্ড নভেম্বরে এ সফরের ব্যাপারে আলোচনায় বসে।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসীদের হামলার পর থেকে পাকিস্তানে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট সফর হয়নি। আর গত ছয় মাসের মধ্যে আইসিসির দ্বিতীয় সহযোগি দল হিসেবে কেনিয়াকে আমন্ত্রণ জানালো পাকিস্তান।
এর আগে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও পাকিস্তান সফরের ব্যাপারে আলোচনা হয়েছিল। এ বছর সেপ্টেম্বরে আয়ারল্যান্ড দলের সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা ছিল। কিন্তু করাচি বিমান বন্দরে জঙ্গি হামলার কারণে দেশটি সে সফর বাতিল করে।
সফর পুনরায় চালু করার লক্ষ্যে পিসিবি চেয়ারম্যান গত মাসে বাংলাদেশ শ্রীলংকা ও ভারত সফর করেন। একই সঙ্গে তিনি গত বছর ওয়ানডে মর্যাদা হারানো কেনিয়ার সঙ্গেও আলোচনা করেন।খবর: রেডিও তেহরান, কেনিয়ার সফর অন্য দলগুলোর দরজা খুলে যাবে বলে আশা করছেন শাহরিয়ার খান।