৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

ঢাকা প্রতিনিধি, জি নিউজ: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুঁচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ঘণ্টা ১২ থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন।’ ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এর পর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এর দু বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এবারের দিবসটির বড় আয়োজন হচ্ছে গণজাগরণের মঞ্চে নারী জাগরণী সমাবেশ। এ সমাবেশে দাবি তোলা হবে মহান মুক্তিযুদ্ধে জামায়াতের বর্তমান শীর্ষ নেতাদের হাতে ধর্ষণ ও বিভিন্নভাবে নির্যাতনকারীদের বিচারের। এছাড়া নারীর অধিকারের দাবিটি এ সমাবেশ থেকে উঠে আসবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে।

Exit mobile version