মার্কিন বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানি সংসদের আহ্বান

ab usa 7আন্তর্জাতিক ডেস্ক:- ইসলামী প্রজাতন্ত্র ইরানের ২০২ জন সংসদ সদস্য পরমাণু ইস্যুতে মার্কিন প্রতিনিধির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এক বিবৃতিতে বলেছেন, ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানের বক্তব্য আক্রমণাত্মক এবং এটা মার্কিন আধিপত্যকামী চরিত্রেরই প্রতিফলন। গত মঙ্গলবার মার্কিন সিনেটে ব্ক্তব্য দেয়ার সময় তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির জন্য ফোরদো ও আরাকের মতো পরমাণু কেন্দ্রের কোন প্রয়োজন ইরানের নেই। ইরানের সংসদের ২০২ জন সদস্য স্বাক্ষরিত এক বিবৃতিতে ওয়েন্ডি শেরম্যানের বক্তব্যের কঠোর জবাব দেয়ার জন্য প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির বক্তব্যকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো নিয়ে দেয়া বক্তব্যের কোন গুরুত্ব নেই এবং এসব স্থাপনার বিষয়ে কোন ধরনের আলোচনারও প্রয়োজন নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে গত বছরের ২৪ নভেম্বর জেনেভায় একটি অন্তর্বর্তী চুক্তি সই করে ইরান। গত ২০ জানুয়ারি ছয় মাসের ওই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার জন্য চেষ্টা করছে দু’পক্ষ। এরই মাঝে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান পরমাণু ইস্যুতে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। সূত্র-রেডিও তেহরান তাঃ-০৭ ফেব্রুয়ারি ২০১৪।

 

 

Exit mobile version