রাজাপুরে কৃষানীদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মহিউদ্দিন ভান্ডারি, রাজাপুর থেকে জি নিউজ বিডি.নেট ঃঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া কাচারিবাড়ি বাজার এলাকায় কৃষানীদের নিয়ে শনিবার দিনব্যাপি দেশের খাদ্য ঘাড়তি পূরণের লক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধি কৌশল ও গৃহপালিত পশু-পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের সহযোগীতায় ও আইএপিপি প্রকল্পর অর্থায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মওলা জগলুল।

বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকুজ্জামান, আবুল কালাম আজাদ, ইলিয়াচ ফকির, আলমগীর শরীফ ও খায়রুল আলম মতিন প্রমুখ। কর্মশালায় পালট গ্রামের নারী কৃষকরা অংশ নেন।

Exit mobile version