আন্তর্জাতিক ডেস্ক ঃ- নেপাল-ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে, কাতারে বিশ্বকাপ ফুটবলের জন্য স্টেডিয়াম নির্মাণের প্রকল্পগুলোতে ৪০০ জনেরও বেশি নেপালি শ্রমিক নিহত হয়েছে।প্রবাসী নেপালি সমন্বয় কমিটি বা পিএনসিসি কাতারের সরকারি সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ২০২২ সাল নাগাদ নিহত নেপালি শ্রমিকদের সংখ্যা চার হাজারে উন্নীত হতে পারে।এই প্রতিবেদন ভবন নির্মাণের ক্ষেত্রগুলোতে বিদেশী শ্রমিক নিহত হওয়ার সংখ্যা কমানোর বিষয়ে দোহা সরকার ও বিশ্ব ফুটবল সংস্থা ফিফার ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।কাতারে রয়েছে বিশ লাখ বিদেশী শ্রমিক। তাদের মধ্যে নেপালি শ্রমিকের সংখ্যা বিশ শতাংশ বা দুই লাখ। এ প্রতিবেদনটি রেডিও তেহরানর,কাতারে বিশ্বকাপ ফুটবলের জন্য স্থাপনা নির্মাণের কাজে অন্য দেশগুলোর শ্রমিকরাও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তবে এ সংক্রান্ত কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।কাতারে বিদেশী শ্রমিকদের দিয়ে অত্যন্ত অমানবিক পরিশ্রম বা ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কাজ করানো হচ্ছে এমন খবর প্রথম আলোর মুখ দেখে যখন গত সেপ্টেম্বর মাসে ৩৬ জন নেপালি নির্মাণ শ্রমিক নিহত হওয়ার কথা নথিবদ্ধ করা হয়। ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজক দেশ হিসেবে কাতারে নির্মাণ করা হচ্ছে বহু স্টেডিয়াম। পিএনসিসি বলেছে, বিদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল কাতারি কর্তৃপক্ষ, কিন্তু বিপুল সংখ্যক বিদেশী শ্রমিকে মৃত্যুর ঘটনা থেকে বোঝা যায় দোহার ওই প্রতিশ্রুতি ছিল ফাঁকা-বুলি মাত্র।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিদেশী শ্রমিকদের নির্দয়ভাবে শোষণের জন্য দোহার কঠোর সমালোচনা করেছে। তাঃ-১৭ ফেব্রুয়ারি২০১৪।