আন্তর্জাতিকডেস্ক ঃ–ইথিওপিয়ান এয়ারলাইন্সের ছিনতাই হওয়া বিমানটি সুইজারল্যান্ডের জেনেভায় অবতরণ করেছে। সুইস কর্তপক্ষ জানিয়েছে, এরইমধ্যে ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। বোয়িং ৭৬৭ ব্মিানটি অবতরণের পর তাদেরকে আটক করা হয়। বিমানটি অবতরণের পর জেনেভা বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ওড়ার পর বিমানটি ছিনতাই হয় এবং ছিনতাইকারীরা বিমানটিকে জেনেভায় নিয়ে আসে। জেনেভায় অবতরণের আগে বিমানটির পাইলট মিশরের দক্ষিণাঞ্চলীয় আবু সিম্বেল টাওয়ারকে ছিনতাই হওয়ার তথ্য জানায়। তবে তারা মিশরে অবতরণের কোন আবেদন জানায়নি। কীভাবে বিমানটি ছিনতাই হলো, কেনোইবা তা ছিনতাই করা হলো এবং কারা এর সঙ্গে জড়িত- এসব প্রশ্নের কোন উত্তর এখনও পাওয়া যায়নি। ইথিওপিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। বিমানটি অবতরণের পর যাত্রীদের সবাইকে তল্লাশি চালানো হয় এবং একটি বাসে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ছিনতাই হওয়া বিমান অবতরণের কারণে জেনেভা বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর তেহরান ,তাঃ-১৮ ফেব্রুয়ারি২০১৪।