হরতাল ডেকেছে ২৫টি সংগঠন।

স্টাফ রিপোর্টার, জি নিউজ:: হেফাজতে ইসলামের আহবান করা লংমার্চ কর্মসূচি প্রতিহত এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সারাদেশে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে ২৫টি সংগঠন।, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর  কমান্ডার্স ফোরাম,  সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ এসব সংগঠনের পক্ষ থেকে আজ সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হবে। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসব সংগঠনের পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হবে। রাতে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির গণমাধ্যমকে হরতাল আহবানের বিষয়টি অবহিত করেন। দেশের সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য তিনি আহবান জানিয়েছেন।
আল্লাহ ও মহানবী (সা.)-কে অবমাননাকারী ব্লগারদের শাস্তি ও এ ধরনের কর্মকাণ্ড রোধে আইন প্রণয়নসহ ১৩ দফা দাবিতে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম এক মাস আগেই লংমার্চ কর্মসূচির ঘোষণা দেয়। শনিবার এ লংমার্চ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। লংমার্চকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হলেও ঢাকায় এ পর্যন্ত সমাবেশ করার অনুমতি পায়নি সংগঠনটি। এদিকে লংমার্চকে সফল করতে গতকাল রাতেই চট্টগ্রাম থেকে হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফী’র নেতৃত্বে  একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন। আজ সকালে লালবাগে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের অবস্থান তুলে ধরা হবে। ইতোমধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে লংমার্চে বাধা দিলে লাগাতার হরতাল দেয়া হবে। এছাড়া বাধা এলে ঢাকা অচল করে দেয়ার হুমকিও দেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

Exit mobile version