মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে ৬০ ভাগ

আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন সেনাবাহিনীতে গত বছর যৌন নির্যাতনের ঘটনা শতকরা অন্তত ৬০ ভাগ বেড়েছে। এ পরিসংখ্যানে শুধুমাত্র অভিযোগকৃত যৌন নির্যাতনের ঘটনাগুলো স্থান পেয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল ক্যাথি উইকিনসন বলেছেন, ২০১৩ সালে এ দপ্তরে ৫,৪০০টি যৌন নির্যাতনের অভিযোগ এসেছে। ২০১২ সালে এ সংখ্যা ছিল ৩,৩৭৪; ফলে দেখা যাচ্ছে এক বছরে এ ধরনের সহিংসতার মাত্রা শতকরা ৬০ ভাগ বেড়েছে। এপ্রতিবেদনটিরেডিও তেহরতিএর, উইকিনসন বলেন, “আমরা যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত ও বিচারের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিয়েছি বলে নির্যাতনের শিকার নারী সৈনিকেরা আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসের সঙ্গে অভিযোগ জানাতে আসছেন।” অভিযোগের সংখ্যা বেড়ে যাওয়ার এটিও একটি কারণ বলে তিনি উল্লেখ করেন। একজন আন্তর্জাতিক আইনজীবী ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভিকে জানিয়েছিলেন, মার্কিন সেনা ঘাঁটিগুলোতে যৌন নির্যাতন এখন একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। আলফ্রেড ল্যাম্ব্রেমন্ট ওয়েবার গত ২৭ জানুয়ারি প্রেস টিভিকে জানান, “মার্কিন মেরিন সেনাদের মধ্যে এখন এটি প্রথায় পরিণত হয়েছে যে, নতুন ভর্তি হওয়া কর্মকর্তারা পুরনোদের হাতে যৌন নির্যাতনের শিকার হবেন। মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের মাত্রা এতটা বেড়ে গেছে যে, প্রেসিডেন্ট বারাক ওবামা এ ন্যক্কারজনক ঘটনা বন্ধ করে আমেরিকার জনগণের সহযোগিতা কামনা করেছেন। গত ২৫ জানুয়ারি জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ওবামা বলেন, “আমি তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানাবো তারা যেন এ ধরনের অপরাধ বন্ধ করার জন্য প্রয়োজনীয় সাহস ও শক্তি সঞ্চয় করে।

 

Exit mobile version