আফগানিস্তান ৩২ রানে বিজয়ী-হারলো বাংলাদেশ

স্পোর্টস  ডেক্সঃ-এশিয়া কাপের পঞ্চম ম্যাচে ২৫৫ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২২২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। নারায়ণগঞ্জের ফতুল্লায় আইসিসির অ্যাসোসিয়েট সদস্য আফগানিস্তানের কাছে ৩২ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। দিবারাত্রির এ ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের সম্মানজনক স্কোর দাঁড় করান আফগানরা। অথচ এক পর্যায়ে মাত্র ২৬ ওভার ৫ বলে ৯০ রান করে পাঁচ পাঁচটি উইকেট হারিয়েছিল তারা। কিন্তু এরপর আসকার স্তানিকজাই ও সামিউল্লাহ শেনওয়ারি শক্তহাতে দলের হাল ধরেন এবং তারা দলকে ২৫৪ রান পর্যন্ত নিয়ে যান। স্তানিকজাই অপরাজিত ৯০ এবং শেনওয়ারি ৮১ রান করেন। বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ২টি এবং রুবেল হোসেন ও মমিনুল হক ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ২৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দলীয় মাত্র ১ রানের মাথায় দুই উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান ও এনামুল হককে হারায় বাংলাদেশ। শুরুর সে বিপর্যয় আর কাটাতে পারেনি বাংলাদেশ এবং ২২২ রানে সব উইকেট হারায় দলটি। বাংলাদেশের পক্ষে  মমিনুল হক সর্বোচ্চ ৫০ এবং নাসির হোসেন ও জিয়াউর রহমান ৪১ করে রান করেন। বাংলাদেশের ৮ উইকেটের পতনের পর জিয়াউর রহমান কিছুক্ষণ স্বাগতিক দর্শকদের বিনোদন দেন ২২ বলে ৪১ রান করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আফগানিস্তানের পক্ষে শাপুর জারদান, হামিদ হাসান ও অধিনায়ক মোহাম্মাদ নবি ২টি করে উইকেট লাভ করেন। এ খেলায় হেরে যাওয়ার ফলে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন ধুলিস্যাত হয়ে গেছে টাইগারদের। আগামীকাল এ টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান।

Exit mobile version