জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপিরভারপ্রাপ্তমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওঢাকা মহানগরের সদস্য সচিব আবুদস সালামের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেবিএনপি। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েতাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীআহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, জাতীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামীকালদেশের সকলজেলা-উপজেলায় ও মহানগরীতে থানায়-থানায় বিক্ষোভ কর্মসূচি পালনকরা হবে।এর আগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকামুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বিএনপির তিন নেতার জামিন আবেদনবাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সকালে বিএনপির এ তিন নেতা তাদের বিরুদ্ধদায়ের করা মামলায় আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। মামলাগুলো ছিলহত্যা প্রচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ।তাদের পক্ষে জামিন আবেদন করেন সুপ্রিমকোর্টের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট সানাউল্লাহমিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট মহসীন মিয়া।জামিন শুনানিতে অ্যাডভোকেট জয়নাল আবেদীনআদালতে বলেন, যেহেতু তারা কেউ এসব মামলায় এজহারভুক্ত আসামি নন এবং সবাইবয়স্ক। তাই তাদের জামিন দেয়া হোক।এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবুজামিনের বিরোধীতা করে শুনানিতে অংশ নেন।আদালতজামিন নামঞ্জুর করে কারাগারেপাঠানোর নির্দেশ দেন ।