উপযুক্ত কনে পেলে বিয়ে করবেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক ঃ- উপযুক্ত কনে পেলে বিয়ে করবেন ভারতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীবার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাত্কারে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে এমন উত্তর দেন গান্ধী পরিবারের ৪৩ বছর বয়সী এই সদস্যসাক্ষাত্কারটি আজ সোমবার প্রকাশিত হয়কবে বিয়ে করবেনএমন প্রশ্নে রাহুল বলেন, ‘এ প্রশ্নটি সব সময় সামনে চলে আসেএখন আমি নির্বাচনী যুদ্ধে ব্যস্তদুঃখজনক হলো, আমি এখন ব্যক্তিজীবনের প্রতি গুরুত্ব দিচ্ছি নাতবে বিয়েটা কবে করবেনএক না দুই বছর পর? জবাবে রাহুল বলেন, ‘যখন একজন উপযুক্ত কনে পাব, তখনতার মানে আপনি উপযুক্ত কনে খুঁজে পাননি?—সাংবাদিকদের এই প্রশ্নে রাহুল বলেন, ‘যখন একজন উপযুক্ত কনে পাব, তখনই বিয়ে করবকংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট প্রাণী পুষতে পছন্দ করেনকমবেশি পড়েনবেশি পড়েন ননফিকশনআর তাঁর কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ইতিহাস, ভূগোল, রাজনৈতিক বিষয়াবলিএর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান ও চীনরাহুল জানান, তাঁর বোন প্রিয়াংকার চেয়ে তিনি কম হিন্দি ছবি দেখেনতাঁর কোনো পছন্দের অভিনেতা-অভিনেত্রী নেইতবে ভালো কাজের প্রশংসা করেন তিনিসূত্র-ইন্টারনেট।

Exit mobile version