আন্তর্জাতিক ডেস্কঃ- থাইল্যান্ডে একটি দোতলা বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ আজ (মঙ্গলবার) জানিয়েছে, নিহতরা সবাই পৌরসভার কর্মী এবং একটি শিক্ষা সফরে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সর্পিল এবং খাড়া পাহাড়ি পথে অন্যান্য গাড়িকে পাস কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দোতলা বাসটি রাস্তা থেকে পিছলে ছিটকে পড়ে। এরপর কয়েক দফা ঘুরপাক খেয়ে বাসটি একটি গাছে আটকে যায়।দুর্ঘটনার সময়ে বাসটির ব্রেক কাজ করেনি বলে কর্তৃপক্ষকে জানিয়েছে বাসটির চালক। উত্তর-পূর্বাঞ্চলীয় থাইল্যান্ডে চারটি বাসে করে স্থানীয় কর্মী ও গ্রামবাসীদের নিয়ে যে চারটি বাস শিক্ষা সফরে যাচ্ছিল হতভাগ্য বাসটি তার অন্যতম,সূত্র-রেডিও তেহরান