পদচ্যুতির নতুন হুমকিতে ইংলাক

thai011আন্তর্জাতিক ডেস্কঃ- ইংলাককে বিরোধীদের আইনি চ্যালেঞ্জ জানানোর সর্বশেষ ঘটনা এটি। এর আগে কৃষকদের ভর্তুকি দেওয়ার প্রকল্পে দায়িত্বে অবহেলার অভিযোগে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। টানা বিক্ষোভে পদচ্যুত করতে না পেরে বিরোধীরা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা জোরদার করছে।এক দল সিনেটরের করা গতকালের আবেদনে দাবি করা হয়েছে, ২০১১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তৎকালীন জাতীয় নিরাপত্তাপ্রধান থাউইল প্লিয়েন্সরিকে সরিয়ে দিয়ে নিজের দলকে লাভবান করেন ইংলাক। সাংবিধানিকভাবে এ ধরনের ‘অপরাধে’ তাঁকে পদচ্যুত করা যেতে পারে। গত মাসেই সুপ্রিম কোর্ট প্লিয়েন্সরিকে সরিয়ে দেওয়ার বিষয়টি অবৈধ ছিল বলে রায় দিয়ে তাঁকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।ইংলাক এতে অভিযুক্ত হলে তাঁর প্রধানমন্ত্রিত্ব স্থগিত হয়ে যাবে এবং তাঁকে পার্লামেন্টের উচ্চকক্ষে অভিশংসনের মুখে পড়তে হবে। সে ক্ষেত্রে তিনি পাঁচ বছর রাজনীতি থেকে নিষিদ্ধও হতে পারেন।সূত্র-এএফপি।

Exit mobile version