আফগান পুলিশের গুলিতে পশ্চিমা নারী সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে এক গুলিবর্ষণের ঘটনায় একজন পশ্চিমা নারী সাংবাদিক নিহত ও অন্য একজন আহত হয়েছেন। খোস্তের প্রাদেশিক মুখপাত্র মোবারেজ মোহাম্মাদ জাদরান জানিয়েছেন, একটি জেলা পুলিশ সদর দপ্তরের ভেতর আজ শুক্রবার সকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। খোস্ত প্রদেশের পুলিশের উপ-প্রধান ইয়াকুব মান্দোজাই ঘাতককে সরাসরি পুলিশ হিসেবে উল্লেখ না করে জানিয়েছেন, গুলিবর্ষণকারী ব্যক্তি পুলিশের পোশাক পরা ছিল। নিহত সাংবাদিকের নাম অ্যাঞ্জা নিড্রিংহস (৪৮)। তিনি বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফার ছিলেন। বার্তা সংস্থাটি গুলিবর্ষণের পরপরই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। অন্যদিকে বিখ্যাত প্রতিবেদক ক্যাথি গ্যান্নোন (৬০) গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিক খবরে বলা হলেও এখন চিকিৎসকরা বলছেন, তার অবস্থা স্থিতিশীল।আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহের জন্য ওই দুই নারী সাংবাদিক দেশটি সফরে গিয়েছিলেন। এর আগে গতমাসে রাজধানী কাবুলে সুইডিশ সাংবাদিক নিলস অর্নার নিহত হন। এ ছাড়া, বার্তা সংস্থা এএফপি’র সিনিয়র আফগান প্রতিবেদক সর্দার আহমাদ গত ২০ মার্চ  কাবুলের নিরাপত্তা-বেষ্টিত একটি হোটেলে তালেবান হামলায় নিহত হন। তালেবান অস্ত্রধারীদের গুলিতে সেদিন ওই হোটেলে সর্দার আহমাদের স্ত্রী ও দুই সন্তানসহ মোট নয়জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন বিদেশি ছিলেন।সূত্র-রেডিও তেহরান ।

Exit mobile version