চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপায় এক ট্রাফিক সার্জেন্ট নিহত

niht 6অনলাইন ডেস্কঃ- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাইপাস সড়কে গাড়ি চাপা পড়ে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। নিহতের নাম নাসির উদ্দিন (৩৭)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ট্রাফিক সার্জেন্ট (টি এস আই) নাসিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট নাসির সীতাকুণ্ড পৌর সদরের বাইপাস সড়কে আল-[আমিন হাসপাতালের সামনে ] পূর্বে থেকে দাড়িয়ে থাকা লং ভেসেল (লম্বা ট্রলি) পিছনে দাড়িয়ে ছিলেন। এসময় অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নাসির উদ্দিনকে মেরে দিয়ে দাড়িয়ে থাকা লং ভেসেকে ধাক্কা দেয়। এতে দু’টি গাড়ি মাঝে চাপা পড়ে থেতেলে যায় নাসিরের শরীর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশে উদ্ধারকারী যান নিয়ে গিয়ে দু’টি গাড়ীকে সরিয়ে নাসিরের লাশ বের করে। এবিষয়ে হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর পরই দুটি গাড়ির চালক পালিয়ে গেছে। আমরা গাড়ি দুটি আটক করেছি। নিহত ট্রাফিক সাজের্ন্টের লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে জানান ওসি ।

Exit mobile version